বরিশাল জেলার বাকেরগঞ্জকে ১৮৭৪ সালে থেকে আনুষ্ঠানিকভাবে থানা ঘোষণা করা হয়। ১৯৮২ সালে মান উন্নীত থানা হিসেবে এর কার্যক্রম শুরু হয়।
বাকেরগঞ্জ উপজেলার অবস্থান ২২°২৯' উত্তর অক্ষাংশ এবং ৯০°১২' - ৯০°৩৩' দ্রাঘিমাংশের মধ্যে।
সীমানা - উত্তরে ঝালকাঠি জেলার বলছিটি ও বরিশাল সদর উপজেলা, পূর্বে ভোলা সদর উপজেলা, দক্ষিণে পটুয়াখালী জেলার দুমকি ও বাউফল এবং পশ্চিমে ঝালকাঠি জেলার রাজাপুর ও নলছিটি এবং বরগুনা জেলার বেতাগী উপজেলা।
স্বাধীন বাংলার নবাব আলীবর্দী খান এর আমলে বুজুর্গ উমেদপুরের জমিদার ঢাকার আগা বাকের খান এ অঞ্চলে ১৭৪১ খ্রিঃ নিজ নামে গঞ্জ প্রতিষ্ঠা করেন। তাঁর নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয় বাকেরগঞ্জ। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী আমলে ১৭৯৭ খ্রিঃ বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে জেলা সদর বাকেরগঞ্জ থেকে বরিশালে স্থানান্তর করা হয়। বাকেরগঞ্জ জেলা নামটি ১৭৯৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ছিল। ১৯৯৩ সালে বরিশাল বিভাগ সৃষ্টির ফলে বাকেরগঞ্জ নামটি জেলা থেকে বাদ দেয়া হয়। জেলা সদর বরিশালের নামে বিভাগের নামকরণ করা হয়। আগা বাকের খান এর স্মৃতি বিজড়িত বাকেরগঞ্জ নামটি বর্তমানে বাকেরগঞ্জ উপজেলাতেই সীমাবদ্ধ রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS