গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদফতর কতৃক চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি- বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা/ বয়স্ক ভাতা, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধি করেছে। বয়স্ক ভাতা -মাসিক মাথাপিছু ৪০০/-, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা-মাসিক মাথাপিছু ৪০০/-, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা/ বয়স্ক ভাতা-মাসিক মাথাপিছু ৪০০/-, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা-মাসিক মাথাপিছু ৪০০/- ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা মাসিক মাথাপিছু ৫০০/- টাকায় উন্নীত করেছে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। বিগত অর্থ বছরে (২০১৩-১৪) অসচ্ছল প্রতিবন্ধী ভাতার হার মাসিক মাথাপিছু ৩৫০/- ও অন্যান্য সকল ভাতা মাসিক মাথাপিছু ৩০০/-ছিল। সকল সুবিধাভোগী আজীবন এসব ভাতা পেতে থাকবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS