বাকেরগঞ্জ উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব -
ড. হাসান শহীদ (মাঝে)
বাংলাদেশী বিজ্ঞানী ড. হাসান শহীদের তত্ত্বাবধানে পৃথিবীর প্রথম সোলার হেলিকপ্টার উদ্ভাবন
________________________________________
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ড. হাসান শহীদ। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ডিগ্রি অর্জন করেছেন বরিশাল ক্যাডেট কলেজে। এরপর গ্রাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। এরপর পিএইচডি করেছেন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে। এ বিষয়ে ড. হাসান বলেন, বর্তমান বিশ্বে এনার্জির একটা সংকট চলছে। এ অবস্থায় আমাদের চিšত্মা ছিল কীভাবে সোলার হেলিকপ্টার তৈরি করা যায়। এক্ষেত্রে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল কোনো ব্যাটারি ছাড়া শুধু মাত্র সোলার পাওয়ার দিয়ে কীভাবে হেলিকপ্টারটি চালানো যায়। এই চ্যালেঞ্জে আমরা জয়ী হই এ বছরের মার্চে।
প্রথম দিকে শুধু বিশেষ ক্ষেত্রে সোলার হেলিকপ্টার ব্যবহার হলেও ভবিষ্যতে তা প্রসারের সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানী হাসান। কুইন মেরিতে মাস্টার্সে অধ্যায়নরত সাত শিক্ষার্থীর সমন্বয়ে উদ্ভাবিত সোলার হেলিকপ্টারটি স্বীকৃতি (প্রুফ অব কনসেপ্ট) পেয়েছে। দলের কো-ইনভেটর মিয়ার্সকাজ বলেন, সবকিছু ঠিক থাকলে এটির বাণিজ্যিক উৎপাদনে আর বেশি দেরি নেই। বিশ্বের বিকল্প জালানি হিসেবে সোলার প্যানেল বহুদিন ধরে ব্যবহার হয়ে আসলেও সোলার হেলিকপ্টারটি তৈরি করেছে নতুন ইতিহাস। আর এই ইতিহাসের সাথে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস