Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিস্তারিত

চলমান ৯০৬ জন ভাতাভোগীর সাথে সমাজসেবা অধিদফতর কতৃক ২০১৪-১৫ অর্থবছরে বাকেরগঞ্জ উপজেলার জন্য অতিরিক্ত আরো ২৪৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতার কোটা বরাদ্দ দেয়া হয়েছে।

 

 

বিভাজন নিম্নরূপঃ

 

পৌরসভা-০৫, চরামদ্দি-১৫, চরাদী-১৬, দাড়িয়াল-২২, দুধল-১৯, দুর্গাপাশা-১১, ফরিদপুর-১৪, কবাই-১৮, নলুয়া-১০, কলসকাঠি-২০, গারুড়িয়া-২০, ভরপাশা-১৭, রঙ্গশ্রী-২১, পাদ্রিশিবপুর-২০ ও নিয়ামতি-২০।

 

 

শর্তাবলীঃ

 

* বাকেরগঞ্জ  উপজেলার স্থায়ী বাসিন্দা প্রতিবন্ধী ব্যক্তিকে অবশ্যই প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে অন্তর্ভূক্ত থাকতে হবে।

* নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।  (আবেদনপত্রসমূহ বিনামূল্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে) আবেদনের সাথে জরিপের স্লিপ/ প্রতিবন্ধী পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্বের সনদপত্র, জন্ম নিবন্ধন সনদপত্র ও ৫ কপি পাসপোর্ট আকার ছবি দিতে হবে।

* আবেদনপত্রসমূহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন কমিটির বরাবর যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণ করা হবে।

* ইউনিয়ন কমিটি যাচাই-বাছাই পূর্বক একটি অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন প্রেরণ করবে।

 

(এ লক্ষে বিদ্যমান নীতিমালা ওয়েব পোর্টালের ডাউনলোড অপশনে দেয়া হয়েছে)

ডাউনলোড
প্রকাশের তারিখ
28/09/2014