উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট (ইউজেডজিপি), স্থানীয় সরকার বিভাগের সহায়তায় উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জ এর আয়োজনে গত ১২ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণের সমন্বয়ে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রণয় কান্তি বিশ্বাস, পরিচালক, স্থানীয় সরকার, বরিশাল বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুল হক, উপপরিচালক, স্থানীয় সরকার, বরিশাল জেলা। কর্মশালায় পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মির্জা খাদিজা বেগমকে নারী উন্নয়ন ফোরামের সভাপতি এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৪৬ জন নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ফরিদপুর ইউনিয়নের ১ নং সংরক্ষিত আসনের সদস্য উম্মে তাহেরা জান্নাতকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস